আছে যার মনের মানুষ মনে তোলা। আছে যার মনের মানুষ মনে তোলা সে কি জপে অন্য মালা। অতি নির্জনে বসে দেখছে খেলা।। কাছে রয় ডাকে তারে উচ্চস্বরে কোন পাগলা। যে যা বোঝে সে তাই বুঝে থাক রে ভোলা।। যার যেখানে ব্যথা নেহাত সেখানে করে ডলামলা। তেমনি জেনো মনের মানুষ মনে তোলা।। যে জনা দেখে সে রূপ করিয়ে চুপ রয় নিরালা। লালন ভেড়োর লোক দেখানো মুখে হরি হরি বলা।। সুভদ্রা শর্মা Admin2017-06-03T21:04:40+06:00Tags: Lalon, Subhadra Sharma, আ|