আপন সুরতে আদম গঠলেন দয়াময়। আপন সুরতে আদম গঠলেন দয়াময়। তা নইলে কি ফেরেশতারে সেজদা দিতে কয়।। দুষে সে আদম সফি আজাজিল হল পাপী। মন তোমার লাফালাফি তেমনি দেখা যায়।। আল্লাহ আদম না হইলে পাপ হইত সেজদা দিলে। শেরেকি পাপ যারে বলে এ দীন দুনিয়ায়।। আদমি হলে চেনে আদম পশু কি তার জানে মরম। ফকির লালন বলে আদ্যধরম আদম চিনলে হয়।। ডাউনলোড Admin2017-06-03T21:04:29+06:00Tags: Apon surote adom, আ|