বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না। বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না। আগে ভাব জেনে প্রেম করো যাতে ঘুচবে মনের বেদনা।। ভাব দিলে বিদেশীর ভাবে ভাবে ভাব কভু না মিশিবে। পথের মাঝে গোল বাঁধিলে কারো সাথে কেউ যাবে না।। দেশের দেশী যদি সে হয় মনে করে তারে পাওয়া যায়। বিদেশী ঐ জংলা টিয়ে কখনো পোষ মানে না।। নলিনী আর সূর্যের প্রেম যেমন সেই প্রেমের ভাব লও রসিক সুজন। অধীন লালন বলে ঠকলে আগে কাঁদলে শেষে সারবে না।। সঞ্জিত মণ্ডল Admin2017-06-03T21:04:27+06:00Tags: Bideshir shonge keu prem korona, Sanjit Mandal, ব|