বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী। বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী। মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী।। বিষয় ছাড়িয়ে কবে আমার মন শান্ত হবে। আমি কবে সে চরণ করিব স্মরণ যাতে শীতল হবে তাপিত পরানি।। কোনদিন শ্মশানবাসী হব কি ধন সঙ্গে লয়ে যাব। কি করি কি কই ভূতের বোঝা বই একদিন ভাবলাম না গুরুর বানী।। অনিত্য দেহেতে বাসা তাইতে এত আশার আশা। লালন ফকির বলে দেহ নিত্য হলে আর কতো কি করতাম না জানি।। https://dl.dropboxusercontent.com/u/40034123/Bishoy%20bishe%20chonchola.mp3 রওশন ফকির Admin2017-06-03T21:04:15+06:00Tags: Bishoy bishe chonchola mon diba rojoni, Lalon, Rawshan Fakir, ব|