বনে এসে হারালাম কানাই। বনে এসে হারালাম কানাই কি বলবো মা যশোদায়।। খেললাম সবে লুকোলুকি আবার হলো দেখাদেখি। কানাই গেল কোন মুল্লুকি খুঁজে নাহি পাই।। শ্রীদাম বলে নেবো খুঁজে লুকাবে কোন বন মাঝে। বলাই দাদা বলে বুঝি সে দেখা দেয় না ভাই।। সুবল বলে প’লো মনে বলেছিল একইদিনে। যাবে গুপ্ত বৃন্দাবনে গেলো বুঝি তাই।। খুঁজে খুঁজে হলাম সারা কোথা গেলি মনচোরা। আর বুঝি দিবি না ধরা লালন বলে কি হলো হায়।। মামুন নদীয়া Admin2017-06-03T21:04:23+06:00Tags: Bone eshe haralam kanai, Ki bolbe ma joshoda, Mamun Nodia, ক|