চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার। আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী এ জ্বলনে জ্বলবে ওহে দয়েশ্বর। চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার।। দাসী ম’লে ক্ষতি নাই, যাই হে মরে যাই দয়াল নামের দোষ রবে হে গোঁসাই। দাও হে দুঃখ যদি, তবু তোমায় সাধি তোমা ভিন্ন দোহাই আর দিব কার।। ও মেঘ হইয়ে উদয় লুকালো কোথায় পিপাসীর প্রান যায় পিপাসায়। কি দোষের ফলে এ দশা ঘটালে চাও হে নাথ ফিরে চাও হে একবার।। আমি উড়ি হাওয়ার সাথ ডুরি তোমার হাত তুমি না তরালে কে তরাবে হে নাথ। আমায় ক্ষম অপরাধ দাও হে শীতল পদ লালন বলে প্রাণে সহে না তো আর।। খোদা বক্স সাঁইচন্দনা মজুমদার Admin2017-06-03T21:04:28+06:00Tags: Chandana Majumder, Chirodin dukkher onol, Khoda boksh shai, আ, চ|