চিরদিন পুষলাম এক অচিন পাখি। চিরদিন পুষলাম এক অচিন পাখি ভেদ পরিচয় দেয় না আমায় ঐ খেদে ঝরে আঁখি।। পাখি বুলি বলে শুনতে পাই রূপ কেমন দেখিনা ভাই বিষম ঘোর দেখি। চেনাল পেলে চিনে নিতাম যেতো মনের ধুকধুকি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না উপায় কি করি। কোন দিন জানি যাবে উড়ে ধুলো দিয়ে দুই চোখই।। নয় দরজা খাঁচাতে যায় আসে পাখি কোন পথে চোখে দিয়ে রে ভেল্কি। সিরাজ সাঁই কয় বয় লালন বয় ফাঁদ পেতে ঐ সিঁদমুখী।। আব্দুল আলীম Admin2017-06-03T21:04:40+06:00Tags: Abdul Alim, Chirodin pushlam ek ochin pakhi, চ|