দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়। দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়। ঝরার খালে বাঁধ বাঁধিলে রূপের পুলক ঝলক দেয়।। পূর্বদিকে রত্নবেদী ডালিম্বের পুষ্পজ্যোতি তাহে খেলছে রূপ আকৃতি বিজলী চটকের ন্যায়।। তথায় ক্ষীরোদ রসে অখন্ড শিখর ভাসে। রত্নবেদীর ঊর্ধ্ব পাশে কিশোর কিশোরী রাই।। শ্রীরূপ আশ্রিত যারা সব খবরে জবর তারা। লালন বলে অধর ধরা ফাঁদ পেতে ত্রিবেনী রয়।। ষষ্টি দাস বাউল Admin2017-06-03T21:04:27+06:00Tags: Dibbo gyan a dekh re monuray, Shosti Das Baul, দ|