দয়াল নিতাই কারো ফেলে যাবে না। দয়াল নিতাই কারো ফেলে যাবে না। ধরো চরণ ছেড়ো না।। দৃঢ় বিশ্বাস করে রে মন ধরো নিতাই চাঁদের চরণ। পার হবি পার হবি তুফান অপারে কেউ থাকবে না।। হরিনাম তরনী লয়ে ফিরছে নিতাই নেয়ে হয়ে। এমন দয়াল চাঁদকে পেয়ে স্মরণ কেন নিলে না।। কলির জীবকে হয়ে সদয় পাড়ে যেতে ডাকছে নিতাই। ফকির লালন বলে মন চলো যাই এমন দয়াল মিলবে না।। আজমল শাহবাবু ফকিররাজ দাস বাউলঅরূপ রাহীবনস্পতি মজুমদার Admin2017-06-03T21:04:26+06:00Tags: Ajmol Shah, Arup Rahi, Babu Fakir, Bonoshpoti Majumder, Dhoro choron cherona, Doyal nitai karo fele jabena, Raj das baul, দ, ধ|