এই দেশেতে এই সুখ হলো। এই দেশেতে এই সুখ হলো আবার কোথায় যাই না জানি। পেয়েছি এক ভাঙ্গা তরী জনম গেল সেচতে পানি।। আর কিরে এই পাপীর ভাগ্যে দয়াল চাঁদের দয়া হবে। আমার দিন এই হালে যাবে বাইয়ে পাপের তরনী।। আমি বা কার কে বা আমার প্রাপ্ত বস্তু ঠিক নাহি তার। বৈদিক মেঘে ঘোর অন্ধকার উদয় হয় না দিনমণি।। কার দোষ দিবো এই ভুবনে হীন হয়েছি ভজন বিনে। লালন বলে কতদিনে পাবো সাঁইয়ের চরণ দুখানি।। কার্তিক উদাস শ্যাম ক্ষ্যাপা Admin2017-06-03T21:04:20+06:00Tags: Ei deshe te ai shukh holo, Kartik Udas, Shyam Khyapa, এ|