এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে। এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে। দেখে ভবনদীর তুফান ভয়ে প্রাণ কেঁপে ওঠে।। পাপ পুণ্য যতই করি ভরসা কেবল তোমারি। তুমি যার হও কাণ্ডারি ভব ভয় তার যায় ছুটে।। সাধনার বল যাদের ছিল তারাই কূল কিনারা পেল। আমার দিন অকাজেই গেল। কি জানি হয় ললাটে।। পুরাণে শুনেছি খবর পতিত পাবন নাম তোর। লালন বলে আমি পামর তাইতে দোহাই দেই বটে।। টুনটুন শাহ্চন্দনা মজুমদারঃ Admin2017-06-03T21:04:24+06:00Tags: Chandana Majumder, Esho doyal par koro vober ghate, Tuntun Shah, এ|