গোষ্ঠে চলো হরিমুরারি। লয়ে গোধন গোষ্ঠের কানন চলো গোকুলবিহারী গোষ্ঠে চলো হরিমুরারি।। তুই আমাদের সঙ্গে যাবি বনফল সব খেতে পাবি। আমরা ম’লে তুই বাঁচাবি তাই তোরে সঙ্গে করি।। ওরে ও ভাই কেলে সোনা চরণে নূপুর দে না। মাথায় মোহন চূড়া নে না ধড়া পর বংশীধারী।। যে ত্বরাবে এই ত্রিভূবন সে যাবে আজ গোষ্ঠের কানন। ঠিক রেখ মন অভয় চরণ লালন ওই চরণের ভিখারি।। রব ফকিরফরিদা পারভীন Admin2017-06-03T21:04:35+06:00Tags: Abdur Rob Fakir, Farida Parveen, Gosthe cholo hori murari, গ|