হক নাম বলো রসনা। হক নাম বলো রসনা যে নাম স্মরণে যাবে জঠর যন্ত্রণা।। শিয়রে শমন বসে কখন জানি বাঁধবে কষে। ভুলে রইলি বিষয় বিষে দিশে হলো না।। কয়বার যেন ঘুরে ফিরে মানব জনম পেয়েছো রে। এবার যেন অলস করি সে নাম ভুলো না।। ভবের ভাই বন্ধুয়াদি কেউ হবে না সঙ্গের সাথী। লালন বলে গুরুরতি করো সাধনা।। ওয়াকিল আহাদসালমা আক্তার Admin2017-06-03T21:04:24+06:00Tags: Haq nam bolo roshona, J nam shorone jabe, Salma Akter, Waqeel Ahad, হ|