হীরা লাল মতির দোকানে গেলে না। হীরা লাল মতির দোকানে গেলে না। সদাই কিনলি রে পিতল দানা।। চটকে ভুলে রে মন হারালি অমূল্য ধন। হারলে বাজি কাঁদলে তখন আর সারে না।। পিছের কথা আগে ভাবে উচিত বটে তাই জানিবে। গত কাজের বিধি কিরে মন রসনা।। ব্যাপারে লাভ করলে ভাল সে গুণপনা জানা গেল। লালন বলে মিছে হলো আওনা যাওনা।। লালচাঁদ ফকির Admin2017-06-03T21:04:13+06:00Tags: Hira lal motir dokane gelena, Lalchand Fakir, Lalon, হ|