হরি বলে হরি কাঁদে কেনে

ধারা বহে দু’নয়নে।।

হরি বলে হরি গোরা
দু’নয়নে বহে ধারা।
কী ছলে এসেছে গোরা
নদীয়া ভুবনে।।

আমারা যত পুরুষ নারী
দেখিতে আইলাম হরি।
হরিকে হরিল হরি
সেই হরি কোনখানে।।

গৌরহরি দেখে এবার
কত পুরুষ নারী ছেড়ে যায় ঘর।
সেই হরি কী করে এবার
লালন তাই ভাবে মনে।।