যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না। যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না। এলে ভালো হবেনা।। গাছ কেটে জল ঢালো পাতায় এ চাতুরী শিখলে কোথায়। উচিত ফল পাবে হেথায় তা নইলে টের পাবে না।। করতে চাও শ্যাম নাগরালি যাও যথা সেই চন্দ্রাবলী। এ পথে পড়েছে কালি এ কালি আর যাবেনা।। কেলে বধু জানা গেলো উপরে কালো ভিতরে কালো। লালন বলে উভয় ভালো করি উভয় বন্দনা।। শাহনাজ বেলীরওশন ফকির Admin2017-06-03T21:04:16+06:00Tags: Jao hey shyam rai kunje ar eshona, Lalon, Rawshan Fakir, Shahnaz Belly, য|