জাত গেল জাত গেল বলে। জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না না।। আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে। কি জাত হবা যাবার কালে সেই কথা ভেবে বলো না।। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক জলে সব হয় গো শুচি। দেখে শুনে হয় না রুচি যমে তো কাউকে ছাড়বে না।। গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কী ক্ষতি হয়। লালন বলে জাত কারে কয় এই ভ্রম তো গেল না।। বিউটি আক্তারফরিদা পারভিনদিল আফরোজ রেবালোপামুদ্রা মিত্রজাতিস্মর Admin2017-06-03T21:04:21+06:00Tags: Beauty Akter, Dil Afroz Reba, Farida Parveen, Jaat gelo, Jat gelo jat gelo, Lopamudra Mitra, জ|