যেতে সাধ হয়রে কাশী। যেতে সাধ হয়রে কাশী কর্মফাঁসি বাঁধলো গলায়। আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়।। হলো রে একি দশা সর্বনাশা মনের ঘোলায়। ডুবলো ডিঙ্গা নিশ্চয় বুঝি জন্মলালায়।। বিধাতা দেয় বাজি কিবা মন পাজি ফ্যারে ফেলায়। বাও না বুঝে বাই তরনী ক্রমে তলায়।। কলুর বলদ যেমন ঢেকে নয়ন পাকে চালায়। অধীন লালন প’লো তেমনি পাকে হেলায় হেলায়।। রওশন ফকিরআলী আকবর উদাস Admin2017-06-03T21:04:16+06:00Tags: Ali Akber Udas, Jete sadh hoy re kashi, Lalon, Rawshan Fakir, য|