জগৎ মুক্তিতে ভোলালেল সাঁই। জগৎ মুক্তিতে ভোলালেল সাঁই। ভক্তি দাও হে যাতে চরণ পাই।। ভক্তিপদ বঞ্চিত করে মুক্তিপদ দিচ্ছো সবারে। যাতে জীব ব্রহ্মাণ্ডে ঘোরে কান্ড তোমার দেখি তাই।। রাঙ্গা চরণ দেখবো বলে বাঞ্ছা সদাই হৃৎকমলে। তোমার নামের মিঠায় মন মজেছে রূপ কেমন তাই দেখতে চাই।। চরণের যোগ্য মন নয় তথাপি মন ঐ চরণ চায়। ফকির লালন বলে হে দয়াময় দয়া করো আজ আমায়।। https://dl.dropbox.com/s/rkqq4j86sgrwa09/Jogot%20Muktite%20Bholalen%20Shai%20.mp3 রব ফকির Admin2023-07-05T10:21:49+06:00Tags: Abdur Rob Fakir, Jogot muktite bholalen shai, Lalon, জ|