কে তাহারে চিনতে পারে। ভবে কে তাহারে চিনতে পারে এসে মদীনায় তরিক জানায় এ সংসারে।। সবাই বলে নবী নবী নবী কি নিরঞ্জন ভাবি। দেল ঢুঁড়িলে জানতে পাবি আহম্মদ নাম হলো কারে।। যার মর্ম সে যদি না কয় সাধ্য কার কে জানিতে পায়। তাইতে আমার দীন দয়াময় মানুষরূপে ঘোরে ফেরে।। নফী এজবাত যে বোঝেনা মিছে রে তার পড়াশুনা। লালন কয় ভেদ উপাসনা না জেনে চটকে মারে।। রব ফকির Admin2017-06-03T21:04:34+06:00Tags: Abdur Rob Fakir, Ke tahare chinte pare, ক|