খালি ভাঁড় থাকবে রে পড়ে। খালি ভাঁড় থাকবে রে পড়ে। দিনে দিন কর্পূর তোর যাবে রে উড়ে।। মন যদি গোলমরিচ হতো তবে কি আর কর্পূর যেত। তিলক আদি না থাকিত সুসঙ্গ ছেড়ে।। অমূল্য কর্পূর যাহা ঢাকা দেওয়া আছে তাহা। কেমনে প্রবেশে হাওয়া কর্পূরের ভাঁড়ে।। সে ধন রাখিবার কারণ নিলে না গুরুর স্মরণ। লালন বলে বেড়াই এখন আগাড় ভাগাড়ে।। খোদা বক্স সাঁই Admin2017-06-03T21:04:13+06:00Tags: Khali bhar thakbe re porey, Khoda boksh shai, Lalon, খ|