ক্ষম ক্ষম অপরাধ। ক্ষম ক্ষম অপরাধ দাসের পানে একবার চাও হে দয়াময়। বড় সঙ্কটে পড়িয়া দয়াল বারে বার ডাকি তোমায়।। তোমার ক্ষমতায় আমি যা ইচ্ছে তাই করো তুমি। রাখো মারো সে নাম নামি তোমারই এই জগৎময়।। পাপী অধম ত্বরাইতে সাঁই পতিত পাবন নাম শুনতে পাই। সত্য মিথ্যা জানবো হেথায় ত্বরাইলে আজ আমায়।। কসুর পেয়ে মারো যারে আবার দয়া হয় গো তারে। লালন বলে এ সংসারে আমি কি তোর কেহই নই।। ফরিদা পারভীন রেণু Admin2017-06-03T21:04:17+06:00Tags: Boro shonkote poriya doyal, Farida Parveen, Khomo khomo oporadh, Renu, ক্ষ|