করি মানা কাম ছাড়েনা মদনে। করি মানা কাম ছাড়েনা মদনে প্রেম রসিকা হব কেমনে।। এই দেহেতে মদন রাজা করে কাচারি কর আদায় করে লয়ে যায় হুজুরি। মদন তো দুষ্ট ভারি তারে দাও তহশিলদারি করে সে মুনশিগিরি গোপনে।। চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না। সাধু থাকে চেতন ঘরে চোর সব পালায় ডরে নইলে চোর লয়ে যাবে কোনখানে।। অধীন লালন বিনয় করে সিরাজ সাঁই এর পায় স্বামী মারিলে লাথি নালিশ জানাব কোথায়। তুমি মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি কেমনে হব সতী চরণে।। শাহনাজ বেলীমমতাজমামুন নদীয়া Admin2017-06-03T21:04:38+06:00Tags: Kori mana kam charena, Mamun Nodia, Momtaz Begum, Prem roshika hobo kemone, Shahnaz Belly, ক|