আর আমারে মারিসনে মা। আর আমারে মারিসনে মা। বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না।। ননীর জন্যে আজ আমারে মারলি মাগো বেঁধে ধরে। দয়া নাই মা তোর অন্তরে স্বল্পেতে গেলো জানা।। পরে মারে পরের ছেলে কেঁদে যেয়ে মাকে বলে। সেই মা জননী নিঠুর হলে কে বোঝে শিশুর বেদনা।। ছেড়ে দে মা হাতের বাঁধন যাই যেদিকে যায় দুই নয়ন। পরের মাকে ডাকবো এখন তোর গৃহে আর থাকবো না।। যে না বোঝে ছেলের বেদন সেই ছেলের মার বৃথা জীবন। বিনয় করে বলছে লালন কাঁদছে সে করে করুণা।। চন্দনা মজুমদারপ্রতিমামামুন নদীয়াফরিদা পারভীনশাহনাজ বেলী Admin2017-06-03T21:04:23+06:00Tags: Ar amare marishne ma, Boli ma tor choron dhore, Chandana Majumder, Farida Parveen, Mamun Nodia, Pratima Bandyopadhyay, Shahnaz Belly, আ|