মহা ভাবের মানুষ হয় যে জনা। মহা ভাবের মানুষ হয় যে জনা তারে দেখলে যায় রে চেনা। তার আঁখি দুটি ছলছল মৃদু হাসি বদন খানা।। ফলের আশা করে না যে ফুলের মধু পান করে সে সেই তো রসিক জনা। তার কাম নদীতে চর পড়েছে প্রেম নদীতে জল ধরেনা।। সদাই থাকে শান্ত রতি নির্জনে তার গতাগতি করে জগৎপতির সাধনা। তার হেতুর সঙ্গে নাই সম্বন্ধ নিহেতু তে বেচাকেনা।। সদাই থাকে নিগুম ঘরে ডাকে গুরুর রূপ নিহারে। সে জন অন্য রূপ বুঝেনা। দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন তোমার গুরুতে বিশ্বাস হলোনা।। ফরিদা পারভীন Admin2017-06-03T21:04:23+06:00Tags: Farida Parveen, Moha vaber manush hoy je jona, ম|