মূল হারালাম লাভ করতে এসে। মূল হারালাম লাভ করতে এসে দিয়ে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে। জনমভাঙ্গা তরী আমার বল ফুরালো জল সেঁচে।। গলুই ভাঙ্গা জলুই খসা বরাবরই এমনি দশা গাবকালিতে যায় না কসা কী করি তার নাই দিশে।। কত ছুতোর ডেকে আনি সারতে এই ভাঙ্গা তরণী এক জাগায় খোঁচ গড়তে অমনি আর এক জাগায় যায় ফেঁসে।। যে ছুতোরের নৌকা গঠন তারে যদি পেতাম এখন লালন বলে মনের মতন সারতাম নৌকা তার কাছে।। https://dl.dropboxusercontent.com/u/40034123/Mul%20Haralam%20Labh%20Kortey%20Eshe-Minoti%20Mohanto.mp3 মিনতি মোহন্ত Admin2017-06-03T21:04:13+06:00Tags: Lalon, Minoti Mohonto, Mul haralam labh korte eshe, ম|