আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা। আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা। মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপীন পরা।। গোরা হাসে কাঁদে ভাবের অন্ত নাই সদাই দীন দরদী বলে ছাড়ে হাই। জিজ্ঞাসিলে কয় না কথা হয়েছে কি ধন হারা।। গোরা শাল ছেড়ে কৌপীন পড়েছে আপনি মেতে জগত মাতিয়েছে। মরি হায় কী লীলে কলিকালে বেধবিধি চমৎকারা।। সত্য ত্রেতা দ্বাপর কলি হয় গোরা তার মাঝে এক দিব্য যুগ দেখায়। লালন বলে ভাবুক হলে সেই ভাব জানে তারা।। পূর্ণদাস বাউলনিখিল বিশ্বাস Admin2017-06-03T21:04:39+06:00Tags: Aay dekhe ja notun vab, Nikhil Biswas, Purnadas Baul, আ|