অপারের কাণ্ডার নবিজী আমার। অপারের কাণ্ডার নবিজী আমার ভজন সাধন বৃথা গেল আমার নবি না চিনে। নবি আউয়াল আখের জাহের বাতেন কখন কোন রূপ ধারণ করেন কোনখানে।। আসমান জমিন জলাদি পবন যে নবির নূরেতে সৃজন। কোথায় ছিল সে নবিজীর আসন নবি পুরুষ কি প্রকৃতি আকার তখনে।। আল্লাহ নবি দুটি অবতার গাছ বীজ দেখি যে প্রকার। সুবুদ্ধিতে কর তার বিচার গাছ বড় কি ফলটি বড় নাও জেনে।। আত্মতত্ত্বে ফাজেল যে জনা সেই জানে নবির নিগূঢ় কারখানা। রাসুল রূপে প্রকাশ রব্বানা লালন বলে দরবেশ সিরাজ সাঁইর গুণে।। আনসার শেখ Admin2017-06-03T21:04:14+06:00Tags: Ansar Sheikh, Lalon, Oparer kandar nobiji amar, অ|