পার করো দয়াল আমায় কেশে ধরে। পার করো দয়াল আমায় কেশে ধরে। পড়েছি এবার আমি ঘোর সাগরে।। ছয়জনা মন্ত্রী সদাই অশেষ কুকান্ড বাঁধায়। ডুবালো ঘাট অঘাটায় আজ আমারে।। এ ভবকূপেতে আমি ডুবে হলাম পাতালগামী। অপারের কাণ্ডারি তুমি লও কিনারে।। আমি বা কার কে বা আমার বুঝে ও বুঝলাম না এবার। অসার কে ভাবিয়ে সার প’লাম ফেরে।। হারিয়ে সকল উপায় শেষ কালে তোর দিলাম দোহাই। লালন কয় দয়াল নাম সাঁই জানবো তোরে।। মামুন নদীয়া গৌরব Admin2017-06-03T21:04:16+06:00Tags: Mamun Nodia, Par koro doyal amay keshe dhore, প|