সমুদ্রের কিনারে থেকে। সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী ম’লো। হায়রে বিধি ওরে বিধি তোর মনে কি ইহাই ছিলো।। নবঘন বিনে বারি খায় না চাতক অন্য বারি। চাতকের প্রতিজ্ঞা ভারি যায় যাবে প্রাণ সেও ভালো।। চাতক থাকে মেঘের আশে মেঘ বরিষণ অন্য দেশে। বলো চাতক বাঁচে কিসে ওষ্ঠাগত প্রাণ আকুল।। লালন ফকির বলে রে মন হলো না মোর ভজন সাধন। ভুলে সিরাজ সাঁইজীর চরণ মানব জনম বৃথা গেল।। আনোয়ার বাউলদূর্গা Admin2018-02-11T16:42:17+06:00Tags: Anwar Baul, Durga, Shomudrer kinare theke, স|