আছে ভাবের তালা যেই ঘরে।
আছে ভাবের তালা যেই ঘরে সেই ঘরে সাঁই বাস করে।। ভাব দিয়ে খোল ভাবের তালা দেখবি সে মানুষের খেলা। ঘুচে যাবে মনের ঘোলা থাকলে সে রূপ নিহারে।। ভাবের ঘরে কি মূরতি ভাবের লন্ঠন ভাবের বাতি। ভাবের বিভাব হলে এক রতি অমনি সে রূপ যায় সরে।। ভাব নইলে ভক্তিতে কি হয় ভেবে বুঝে দেখ মনুরায়। [...]