চলো যাই আনন্দের বাজারে।
চলো যাই আনন্দের বাজারে। চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে।। সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা।। প্রেমের গতি বিপরীতে সকলে জানে না সেখানে কৃষ্ণপ্রেমের বেচাকেনা অন্য বেচাকেনা নাইরে।। সহস্র রাগের কারণ বাঁকা শ্যাম করলো ধারন হইলো গৌর বরণ রাধার প্রেম সাধনে। আনন্দে সানন্দে মিশে যোগ করে [...]