Farida Parveen

খাঁচার ভিতর অচিন পাখি।

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায়।। আট কুঠুরী নয় দরজা আঁটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা। তার উপরে সদর কোঠা আয়নামহল তায়।। কপালের ফ্যার নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। খাঁচা ভেঙ্গে পাখি আমার কোন বনে পালায়।। মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা [...]

সত্য বল সুপথে চল ওরে আমার মন।

সত্য বল সুপথে চল ওরে আমার মন। সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দরশন।। খরিদ্দার মহাজন যে জন বাটখারাতে কম তারে কসুর করবে যম। গদিয়ান মহাজন যেজন বসে কেনে প্রেমরতন।। পরের দ্রব্য পরের নারী হরণ করোনা পারে যেতে পারবে না। যতবার করিবে হরণ ততোবার হবে জনম।। লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়ায় [...]

রাখিলেন সাঁই কূপজল করে।

রাখিলেন সাঁই কূপজল করে আন্দেলা পুকুরে।। কবে হবে সজল বরষা চেয়ে আছি সেই ভরসা। আমার এই ভগ্নদশা যাবে কতদিন পরে। এবার যদি না পাই চরণ আবার কি পরি ফ্যারে।। নদীর জল কূপজল হয় বিল বাওরে পরে রয় সাধ্য কি সে গঙ্গাতে যায় গঙ্গা না এলে পরে। জীবের তেমনি ভজন বৃথা তোমার দয়া নাই যারে।। [...]

মহা ভাবের মানুষ হয় যে জনা।

মহা ভাবের মানুষ হয় যে জনা তারে দেখলে যায় রে চেনা। তার আঁখি দুটি ছলছল মৃদু হাসি বদন খানা।। ফলের আশা করে না যে ফুলের মধু পান করে সে সেই তো রসিক জনা। তার কাম নদীতে চর পড়েছে প্রেম নদীতে জল ধরেনা।। সদাই থাকে শান্ত রতি নির্জনে তার গতাগতি করে জগৎপতির সাধনা। তার হেতুর [...]

2017-06-03T21:04:23+06:00Tags: , , |

আর আমারে মারিসনে মা।

আর আমারে মারিসনে মা। বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না।। ননীর জন্যে আজ আমারে মারলি মাগো বেঁধে ধরে। দয়া নাই মা তোর অন্তরে স্বল্পেতে গেলো জানা।। পরে মারে পরের ছেলে কেঁদে যেয়ে মাকে বলে। সেই মা জননী নিঠুর হলে কে বোঝে শিশুর বেদনা।। ছেড়ে দে মা হাতের বাঁধন যাই যেদিকে [...]

তিন পাগলে হলো মেলা নদেয় এসে।

তোরা কেউ যাসনে ও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদেয় এসে।। একটা পাগলামি করে জাত দেয় সে অজাতেরে দৌড়ে যেয়ে। আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে।। একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে।। পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তরাসে। চৈতে নিতে [...]

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে।

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে।। ভজ মানুষের চরণ দু’টি নিত্য বস্তু হবে খাঁটি। মরিলে সব হবে মাটি ত্বরায় এই ভেদ লও জেনে।। শুনি ম’লে পাবো বেহেস্তখানা তা শুনে তো মন মানে না। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে।। আসসালাতুল মেরাজুল মোমেনিনা জানতে হয় নামাজের বেনা। বিশ্বাসীদের দেখাশোনা [...]

মিলন হবে কত দিনে।

মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে।। চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী। হব বলে চরণদাসী তা হয় না কপাল গুণে।। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ। কালারে হারায়ে তেমন ঐ রূপ হেরি এ দর্পণে।। ঐ রূপ যখন স্মরণ হয় থাকে না লোকলজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই ও [...]

এলাহি আলমিন গো আল্লাহ।

এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি। ডুবায়ে ভাসাইতে পার ভাসায়ে কিনার দাও কারো। রাখো মারো হাত তোমার তাইতে তোমায় ডাকি আমি।। নূহ নামের এক নবীরে, ভাসালে অকুল পাথারে আবার তারে মেহের করে, আপনি লাগাও কিনারে। জাহের আছে ত্রিসংসারে আমায় দয়া কর স্বামী।। নিজাম নামের বাটপার সেতো, পাপেতে ডুবিয়া রইতো তার মনে সুমতি দিলে, [...]

2017-06-03T21:04:30+06:00Tags: , , |

পাখি কখন জানি উড়ে যায়।

পাখি কখন জানি উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচায়।। খাঁচার আড়া প'লো ধসে পাখি আর দাঁড়াবে কী সে। ঐ ভাবনা ভাবছি বসে চমক জ্বরা বইছে গায়।। কার বা খাঁচায় কেবা পাখি, কার জন্য মোর ঝরে আঁখি। আমার এই আঙ্গিনায় থাকি আমারে মজাইতে চায়।। আগে যদি যেত জানা জংলা কভু পোষ মানে না। তবে [...]

Go to Top