Farida Parveen

গোষ্ঠে চলো হরিমুরারি।

লয়ে গোধন গোষ্ঠের কানন চলো গোকুলবিহারী গোষ্ঠে চলো হরিমুরারি।। তুই আমাদের সঙ্গে যাবি বনফল সব খেতে পাবি। আমরা ম’লে তুই বাঁচাবি তাই তোরে সঙ্গে করি।। ওরে ও ভাই কেলে সোনা চরণে নূপুর দে না। মাথায় মোহন চূড়া নে না ধড়া পর বংশীধারী।। যে ত্বরাবে এই ত্রিভূবন সে যাবে আজ গোষ্ঠের কানন। ঠিক রেখ মন [...]

আমারে কি রাখবেন গুরু চরণদাসী।

আমারে কি রাখবেন গুরু চরণদাসী। ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি।। জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম কড়ার দিয়ে। সে সকল গিয়াছি ভুলে ভবে তে আসি।। চিনলাম না সে গুরু কি ধন করলাম না তার সেবা সাধন। ঘুরতে বুঝি হলো রে মন আবার চুরাশি।। গুরুরূপ যার বাঁধা হৃদয় শমন বলে তার কিসের ভয়। লালন বলে মন তুই [...]

আমি ঐ চরণে দাসের যোগ্য নই।

আমি ঐ চরণে দাসের যোগ্য নই। নইলে মোর দশা কি এমন হয়।। ভাব জানিনে প্রেম জানিনে দাসী হতে চাই চরণে। ভাব দিয়ে ভাব নিলে মনে সেই সে রাঙ্গা চরণ পায়।। নিজগুনে পদারবিন্দু দেন যদি সাঁই দীনবন্ধু তবে তরি ভবসিন্ধু নইলে না দেখি উপায়।। অহল্যা পাষানী ছিল প্রভুর চরণ ধূলায় মানব হলো। লালন [...]

2017-06-03T21:04:39+06:00Tags: , , |

সে রূপ দেখবি যদি।

সে রূপ দেখবি যদি নিরবধি সরল হয়ে থাক। আয় না চলে ঘোমটা ফেলে নয়ন ভরে দেখ।। সরল ভাবে যে তাকাবে অমনি সে রূপ দেখতে পাবে। রূপেতে রূপ মিশে যাবে ঢাকনি দিয়ে ঢাক।। চাতক পাখির এমনি ধারা অন্য বারি খায় না তারা। প্রান থাকিতে জ্যান্তে মরা ঐ রূপ ডালে বসে ডাক।। ডাকতে ডাকতে [...]

2017-06-03T21:04:39+06:00Tags: , , |

নিগূঢ় প্রেম কথাটি।

নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। যে প্রেমেতে আল্লাহ নবি মেরাজ করেছে।। মেরাজ সে ভাবেরই ভুবন গুপ্ত ব্যক্ত আলাপ হয়রে দুইজন। কে পুরুষ আকার কে প্রকৃতি তার শাস্ত্রে প্রমাণ কি রেখেছে।। কোন প্রেমের প্রেমিকা ফাতেমা করেন সাঁই কে পতি ভজনা। কোন প্রেমের দায় ফাতেমাকে সাঁই মা বোল বলেছে।। কোন [...]

অবোধ মন তোরে আর কী বলি।

অবোধ মন তোরে আর কী বলি। পেয়ে ধন সে ধন সব হারালি।। মহাজনের ধন এনে, ছিটালি রে উলুবনে। কী হবে নিকাশের দিনে সে ভাবনা কই ভাবলি।। সই করিয়ে পুঁজি তখন আনলি রে তিন রতি এক মণ। ব্যাপার করা যেমন তেমন আসলে খাদ মিশালি।। করলি ভালো বেচাকেনা চিনলি না মন রাং কি সোনা। [...]

2017-06-03T21:04:40+06:00Tags: , , , |
Go to Top