জানবো এই পাপী হতে।
জানবো এই পাপী হতে যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে।। নদীয়া নগরে যত জন সবারে বিলালে প্রেমরত্নধন। আমি নরাধম না জানি মরম চাইলে না হে গৌর আমা পানেতে।। তোমারই সুপ্রেমের হাওয়ায় কাঠের পুতুল নলিন হয়। আমি দীনহীন ভজন বিহীন অপার হয়ে বসে আছি কুপথে।। মলয়া পর্বতের উপর যত বৃক্ষ সকলই হয় সার। কেবল যায় [...]