Moksed Ali Shai

স্বরূপে রূপ আছে গিলটি করা।

স্বরূপে রূপ আছে গিলটি করা। রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা।। শতদল সহস্রদলে রূপ স্বরূপে ভাটা খেলে। ক্ষণেক রূপ রয় নিরালে নিরাকারা।। রূপ বললে যদি হয় রূপসাধন তবে কি আর ভয় ছিল মন। সে মহারাগের করণ স্বরূপ দ্বারা।। আসবে বলে স্বরূপমণি থাক গা বসে ভাব-ত্রিবেণী লালন কয় সামাল ধনি সেই কিনারা।। [...]

2017-11-18T21:07:25+06:00Tags: , , , |

মন চোরারে কোথা পাই।

মন চোরারে কোথা পাই। কোথা যাই মন আজ কিসে বুঝাই।। নিষ্কলঙ্ক ছিলাম ঘরে কিবা রূপ নয়নে হেরে, প্রাণে তো আমার ধৈর্য নাই।। ও সে চাঁদ বটে কি মানুষ দেখে হলাম বেহুঁশ। থেকে থেকে ঐরূপ মনে পড়ে তাই।। রূপের কালে আমায় দংশিলে উঠিল বিষ ব্রহ্মমূলে, কেমনে সে বিষ নামাই। বিষ গাঁঠরি করা না যায় হরা [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , , |

সাঁই আমার কখন খেলে কোন খেলা।

সাঁই আমার কখন খেলে কোন খেলা। জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা।। কখনো ধরে আকার কখনো হয় নিরাকার কেউ বলে আকার সাকার অপার ভেবে হই ঘোলা।। অবতার অবতারী সবই সম্ভব তারই। দেখ জগৎ ভরি এক চাঁদে হয় উজলা।। ভাণ্ড ব্রহ্মাণ্ড মাঝে সাঁই বিনে কি খেল আছে। ফকির লালন কয় নাম ধরে সে [...]

মিলন হবে কত দিনে।

মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে।। চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী। হব বলে চরণদাসী তা হয় না কপাল গুণে।। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ। কালারে হারায়ে তেমন ঐ রূপ হেরি এ দর্পণে।। ঐ রূপ যখন স্মরণ হয় থাকে না লোকলজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই ও [...]

মন তুই করলি একি ইতরপনা।

মন তুই করলি একি ইতরপনা। দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা।। শুদ্ধরাগে থাকতে যদি হাতে পেতে অটলনিধি। বলি মন তাই নিরবধি বাগ মানে না।। কি বৈদিকে ঘিরলো হৃদয় হলো না সুরাগের উদয়। নয়ন থাকিতে সদাই হলি কানা।। বাপের ধন তোর খেলো সর্পে জ্ঞানচক্ষু নাই দেখবি কবে। লালন বলে হিসাব কালে যাবে জানা।। [...]

Go to Top