কে তোমারে এ বেশ ভূষণ।
কে তোমারে এ বেশ ভূষণ পরাইলো বলো শুনি। জিন্দা দেহে মরার বসন খিলকা তাজ আর ডোর কোপিনী।। জিন্দা মরার পোশাক পরা আপন ছুরত আপনি সারা। ভবলোককে ধ্বংস করা দেখি অসম্ভব করণী।। যে মরণের আগে মরে শমনে ছোঁবে না তারে। শুনেছি সাধুর দ্বারে তাই বুঝি করেছ ধনি।। সেজেছ সাজ ভালই তরো মরে যদি ডুবতে পারো। [...]