Shahnaz Belly

কে তোমারে এ বেশ ভূষণ।

কে তোমারে এ বেশ ভূষণ পরাইলো বলো শুনি। জিন্দা দেহে মরার বসন খিলকা তাজ আর ডোর কোপিনী।। জিন্দা মরার পোশাক পরা আপন ছুরত আপনি সারা। ভবলোককে ধ্বংস করা দেখি অসম্ভব করণী।। যে মরণের আগে মরে শমনে ছোঁবে না তারে। শুনেছি সাধুর দ্বারে তাই বুঝি করেছ ধনি।। সেজেছ সাজ ভালই তরো মরে যদি ডুবতে পারো। [...]

কি সন্ধানে যাই সেখানে।

কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। আঁধার ঘরে জ্বলছে বাতি দিবা রাতি নাই সেখানে।। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবিনে। কতো ধনীর ভারা যাচ্ছে মারা পরে নদীর তোড় তুফানে।। রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে। উজান তরী যাচ্ছে বেয়ে তারাই স্বরূপ সাধন জানে।। লালন বলে ম’লাম জ্বলে দিবানিশি জলে স্থলে। [...]

যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না।

যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না। এলে ভালো হবেনা।। গাছ কেটে জল ঢালো পাতায় এ চাতুরী শিখলে কোথায়। উচিত ফল পাবে হেথায় তা নইলে টের পাবে না।। করতে চাও শ্যাম নাগরালি যাও যথা সেই চন্দ্রাবলী। এ পথে পড়েছে কালি এ কালি আর যাবেনা।। কেলে বধু জানা গেলো উপরে কালো ভিতরে কালো। লালন বলে [...]

এস হে প্রভু নিরঞ্জন।

এস হে প্রভু নিরঞ্জন। এ ভব তরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন।। তুমি ভক্তি তুমি মুক্তি অনাদির আদ্যশক্তি। দাও হে আমার ভক্তির শক্তি যাতে তৃপ্ত হয় ভবজীবন।। ধ্যান যোগে তোমারে দেখি তুমি সখা আমি সখী। মম হৃদয় মন্দিরে থাকি দাও ঐ রূপ দরশন।। ত্রিগুনে সৃজিলেন সংসার লীলা দেখে কয় লালন তার। ছাদরাতুল মোন্তাহার উপর নূর [...]

আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে।

আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে। আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে।। নিরাকারে তুমি নূরী ছিলে ডিম্ব অবতারী। সাকারে সৃজন করলে ত্রিভুবন আকারে চমৎকার ভাব দেখালে।। নিরাকার নিগম ধ্বনি সেও তো সত্য সবাই জানি। তুমি আগমের ফুল নিগমে রসুল আদমের ধড়ে জান হইলে।। আত্মতত্ত্ব জানে যারা সাঁইর নিগূঢ় লীলা দেখছে তারা। তুমি নীরে নিরঞ্জন অকৈতব [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , |

মুখে পড় রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ।

মুখে পড় রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। আইল ভেজিলেন রাসুলুল্লাহ।। নামের সহিত রূপ ধিয়ানে রাখিয়া জপো। বেনিশানায় যদি ডাকো চিনবে কি রূপ কে আল্লাহ্‌।। লা ইলাহা নফি সে হয় ইল্লালাহ সেই দ্বীন দয়াময়। নফি এজবাত ইহারে কয় সেইতো এবাদতুল্লাহ।। লা শরিক জানিয়া তাকে পড় কালাম দেলে মুখে। মুক্তি পাবি থাকবি সুখে দেখবি রে নূর [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , |

আর আমারে মারিসনে মা।

আর আমারে মারিসনে মা। বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না।। ননীর জন্যে আজ আমারে মারলি মাগো বেঁধে ধরে। দয়া নাই মা তোর অন্তরে স্বল্পেতে গেলো জানা।। পরে মারে পরের ছেলে কেঁদে যেয়ে মাকে বলে। সেই মা জননী নিঠুর হলে কে বোঝে শিশুর বেদনা।। ছেড়ে দে মা হাতের বাঁধন যাই যেদিকে [...]

চেয়ে দেখনা রে মন দিব্যনজরে।

চেয়ে দেখনা রে মন দিব্যনজরে। চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে।। হলে সে চাঁদের সাধন অধর চাঁদ হয় দরশন, হয়রে। চাঁদেতে চাঁদের আসন রেখেছে ঘিরে।। চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদে দেয় চাঁদের খেওয়া, দেয়রে। জমিনেতে ফলছে মেওয়া চাঁদের সুধা ঝরে।। নয়নচাঁদ প্রসন্ন যার সকল চাঁদ দৃষ্ট হয় তার, হয়রে। লালন বলে বিপদ আমার গুরু [...]

কে বানাইলো এমন রঙমহল খানা।

কে বানাইলো এমন রঙমহল খানা হাওয়া দমে দেখ তারে আসল বেনা।। বিনা তেলে জ্বলে বাতি দেখতে যেমন মুক্তা মতি জলময় তার চতুর্ভিতি মধ্যে খানা।। তিল পরিমাণ জায়গা সে যে হদ্দরূপ তাহার মাঝে কালায় শোনে আঁধলায় দেখে নেংড়ার নাচনা।। যে গঠিল এ রঙমহল না জানি তার রূপটি কেমন। সিরাজ সাঁই কয় নাইরে লালন তার তুলনা।। [...]

ঐ কালার কথা কেন বলো আজ আমায়।

ঐ কালার কথা কেন বলো আজ আমায়। যার নাম শুনিলে আগুন জ্বলে অঙ্গ জ্বলে যায়।। তুমি বৃন্দে নামটি ধরো জলে অনল দিতে পারো। রাধারে ভোলাতে তোমার এবার বুঝি কঠিন হয়।। যে কৃষ্ণ রাধার অলি তারে ভোলায় চন্দ্রাবলী। সে কথা আর কারে বলি ঘৃণায় আমার জীবন যায়।। শতেক হাঁড়ির ব্যাঞ্জন চাখা রাই বলে [...]

2017-06-03T21:04:38+06:00Tags: , , , |
Go to Top